টাঙ্গাইলের ভূঞাপুরে শিশু দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
দুই শিশু হলেন, সাজিম (৫ মাস) ও তার ভাই সানি (৪ মাস)।
এ ঘটনায় শিশু দুইটির মা শহিদা বেগমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা।
রবিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।
সাজিম ও সানির উপজেলার নিকরাইল ইউনিয়নের ১ নং পুনর্বাসন এলাকার চালক ইউসুফের ছেলে।
স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে দুই শিশুকে হত্যা করে মা শহিদা বেগম আত্মহত্যার চেষ্টা করে হয়তো।
এ বিষয়টি নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ ও ইউপি সদস্য মো. করিম মেম্বার নিশ্চিত করেছেন।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, কীভাবে ঘটনা ঘটেছে সেটা জানা যায়নি। তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF