সাভারের আশুলিয়ায় বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় ৫ থেকে ৬টি যানবাহন ভাঙচুর করা হয়।
আজ রবিবার (২৪ এপ্রিল) দুপুরে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ি এলাকার স্কাইলাইন গ্রুপের শ্রমিকরা এই বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেন।
শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে কারখানাটিতে প্রায় ১৪০০ শ্রমিক কাজ করে আসছিলেন।
ঈদের বোনাস না দিয়ে আগামী শনিবার থেকে ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকরা বোনাসের দাবি করলে কতৃপক্ষ কোনো কথা বলতে চায় না। পরবর্তীতে কাজ বন্ধ করলে অর্ধেক বোনাস দিতে চায় কারখানা কর্তৃপক্ষ। এতে সকল শ্রমিক সড়কে নেমে ফুল বোনাসের দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে জলকামান দিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়।
ওই কারখানার শ্রমিক মিজানুর রহমান বলেন, আমরা সকালে এসে সুন্দরভাবে কাজ করছিলাম। সকালে কর্তৃপক্ষ বলছে ৬ দিন ঈদের ছুটি। পরে ১০ টার দিকে তারা আবার বলে ৭ দিন ছুটি দেওয়া হবে। সকল শ্রমিকরা ১০ দিনের ছুটির ও পুরো বোনাসের দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রমিকরা হঠাৎ সড়কে নেমে বিক্ষোভ করতে থাকেন। সড়কের পাশে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন তারা। এঘটনায় পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে দেয়।
শিল্প পুলিশ-১-এর উপপরিদর্শক (এসআই) মিরন আহমেদ বলেন, শ্রমিকরা বোনাসের দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করলে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এনিয়ে কথা বলতে কারখানার এডমিন ম্যানেজার ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF