দিনাজপুর ফুলবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ১১টায় ফুলবাড়ী পৌরসভায় মেয়রের কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে পৌরসভার বিভিন্ন ঈদগাহ কমিটির ও স্থানীয় ওলামায়ে কেরামদের নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় ফুলবাড়ী গোলাম মোস্তাফা পাইলট উচ্চ বিদ্যালয় ঈদগাহ্ কমিটির সেক্রেটারি মোঃ হারুন-উর-রশীদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পৌর মেয়র মোঃ মাহমুদ আলম লিটন।
সভায় পৌর এলাকার বিভিন্ন ঈদগাহ্ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন মসজিদের ঈমাম ও ওলামায়ে কেরামগণের আলোচনার মধ্যদিয়ে স্থানীয়ভাবে পবিত্র ঈদুল ফিতরের ফিতরার হার জনপ্রতি সর্বনিন্ম ৬০ টাকা নির্ধাারণ করা হয়েছে।
পৌরসভা পরিচালিত ফুলবাড়ী গোলাম মোস্তাফা পাইলট উচ্চ বিদ্যালয় ঈদগাহ্ মাঠে কাল ৮.৩০ মিনিট, ফুলবাড়ী সরকারি কলেজ ঈদগাহ্ মাঠে সকাল ৮টায়, কানাহার ঈদগাহ্ মাঠে সকাল ৮.৪৫ মিনিট, তেতুলিয়া মাদ্রাসা ঈদগাহ্ মাঠে সকাল ৮.৪৫ মিনিট, চকচকা ঈদগাহ্ মাঠে সকাল ৮.৩০ মিনিট, দক্ষিণ কৃষ্ণপুর ঈদগাহ্ মাঠে সকাল ৮.০০টায়, উত্তর কৃষ্ণপুর ঈদগাহ্ মাঠে সকাল ৮.৩০মিনিট, চাঁদপাড়া স্কুল ঈদগাহ্ মাঠে সকাল ৮টায়, চাঁদপাড়া পুরাতন মসজিদে সকাল ৮.৩০মিনিট এবং বারোকোনা ঈদগাহ্ মাঠে সকাল ৮.৪৫মিনিটে পবিত্র ঈদুল ফিতরের নামায অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF