টাঙ্গাইলের মধুপুরে পুলিশ অভিযান চালিয়ে ১ মাদক ব্যাবসায়ীকে হেরোইন সহ গ্রেফতার করেছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম এর নির্দেশনায় মধুপুর থানাধীন অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই, হুমায়ুন ফরিদ তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা পাগুর মোড়ে মাদক অভিযান পরিচালনা করে মোঃ রাজু আহাম্মেদ ওরফে রাজিব (২৩) নামে এক মাদক ব্যাবসায়ীকে এক গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী ওই এলাকার মোঃ খায়রুল ইসলাম এর ছেলে। গ্রেফতারের সময় তার নিকট হতে পুলিশ এক গ্রাম হেরোইন উদ্ধার করে যার আনুমানিক মূল্য দশ হাজার টাকা। এই সংক্রান্তে উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মধুপুর থানায় নিয়মিত মামলা রুজু সহ আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF