গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা থেকে ১০০ শয্যা উন্নীতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে প্রধান অতিথি গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী উদ্বোধন করেন । বিশেষ অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।
এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, সিভিল সার্জন ডাঃ আঃ মঃ আখতারুজ্জামান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর রংপুরের নির্বাহী প্রকৌশলী মনি কুমার শর্মা, অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতিসহ স্বাস্থ্যকমপ্লেক্সের ডাক্তার, নার্স ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF