ইরাকে একটি মিনিবাস দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এদের মধ্যে নয়জনই শিক্ষক।আজ (১৬ এপ্রিল) শনিবার ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইফতার করে বাগদাদের দক্ষিণাঞ্চল থেকে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার জন্য দ্রুত গতিকেই দায়ী করেছে কর্তৃপক্ষ। একটি পুলিশ সূত্র জানিয়েছে, পবিত্র কারবালা শহর থেকে ফেরার সময় বেবিলন প্রদেশে ওই দুর্ঘটনা ঘটেছে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়ির সঙ্গে ওই মিনিবাসের সংঘর্ষ হয়। মিনিবাসের দ্রুত গতি এবং অপর গাড়ি চালক অমনোযোগী থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
পুলিশ সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর মিনিবাসে আগুন ধরে যায়। যুদ্ধ-সংঘাত, অবহেলা এবং স্থানীয়ভাবে দুর্নীতি বেড়ে যাওয়ার কারণে তেল সমৃদ্ধ ইরাকের অবকাঠামোর পতন ঘটেছে। বিভিন্ন রাস্তা-ঘাট, ব্রিজ ঠিকভাবে মেরামত করা হচ্ছে না। ফলে প্রায়ই সেখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
অনেক সড়কেই বড় বড় গর্ত রয়েছে এবং রাতের বেলা রাস্তা পুরোপুরি অন্ধকারে তলিয়ে যায়। গত বছর ইরাকে সড়ক দুর্ঘটনায় প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF