মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরে রড সিমেন্টের ন্যায্য দাম নিশ্চিত করার লক্ষে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় বাজার তদারকি ও অভিযান পরিচালনা করেছে। অভিযানে ভোক্তা আইন না মেনে ব্যবসা পরিচালনা করায় ৪টি ব্যবসা প্রতিষ্টানকে ২৩হাজার টাকা জরিমানা করা হয়।
আজ (১২ এপ্রিল) মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।
এসময় তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে রড ও সিমেন্ট বিক্রয় করা, রড ও সিমেন্টের ক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শেরপুরে অবস্থিত হক ট্রেডার্সকে ৬ হাজার টাকা, থানা রোডে অবস্থিত মেসার্স আজহার এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, শেরপুর বাজারে অবস্থিত ঢাকা কৃষি মেশিনারিজকে ৩ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত আলি এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF