প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৬:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২২, ১০:২১ অপরাহ্ণ
কুলাউড়ায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আটক
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রপ্ত পলাত এক আসামি আটক হয়েছে। আটক আসামির নাম মো. সহিদ আলী। সে কুলাউড়ার বিলপাড় এলাকার জৈমত উল্লার ছেলে।
পুলিশ জানায়, সাহিদ আলীর বিরুদ্ধে ২৩৮/২০০৩ কুলাউড়া থানার মামলায় ৬ মাসের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১বছরের সশ্রম কারাদন্ডাদেশ জারি ছিলো।
সোমাবার রাতে কুলাউড়া থানার এএসআই মোহাম্মদ আনোয়ার হোসেন কুলাউড়া থানার পীরের বাজার থেকে সাহিদ আলীকে আটক করে।কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান,কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF