ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র তথা টিএসসিতে মেয়ে শিক্ষার্থীদের নামাজের জায়গা নিয়ে মেয়েদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাকবিতন্ডা হয়।
মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে জোহরের নামাজ আদায় করতে কিছু ছাত্রী টিএসসি অড়িটোরিয়ামের উত্তর পাশে যেখানে ছেলেদের নামাজ ঘর তার পশ্চিম পাশে অবস্থিত বারান্দায় যান। সেখানে কার্পেট বিছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাফিসা ইসলাম সাকাফি, স্মৃতি আফরোজ সুমি, ফাতেমা আক্তারসহ কয়েকজন ছাত্রী জোহরের নামাজ আদায় করেন। তবে প্রশাসনের অনুমতি ছাড়া নিজেরাই নামাজ ঘর তৈরি করে নামাজ আদায় করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বাধা দিলে মেয়েদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা কাটাকাটি হয়েছে কিছুক্ষণ। টিএসসির উপদেষ্টা ড. সিকদার মনোয়ার মোর্শেদের সঙ্গে ছাত্রীদের বাকবিতন্ডা হয়।
এ সময় অনলাইন পোর্টাল দি ডেইলী ক্যাম্পাসের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ লিটন ইসলাম বক্তব্য রেকর্ড করতে গেলে টিএসসির উপদেষ্টা ও উপস্থিত অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়। উপস্থিত কয়েকজন সাংবাদিক প্রতিবাদ করলে উত্তেজনা আরো বেড়ে যায়।
অবশেষে আগামী দশ দিনের মধ্যেই প্রশাসনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেয়েদের নামাজ ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে মর্মে আশ্বাস দিলে ছাত্রীরা তা মেনে নেন।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা টিএসসি এলাকায় মেয়েদের নামাজ ঘরের ব্যবস্থা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.