টাঙ্গাইলের নাগরপুরে পূর্ব শক্রতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। হামলায় মো. দানেজ আলী (৫৫) মোছা. হাছিনা (৪৫), ফিরোজা বেগম (৫২) ও বিজয় (১২) আহত হন। এ ব্যাপারে নাগরপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাব্বি শেখ, বাবুল মিয়া ও জুলহাস উদ্দিন দলবল নিয়ে দানেজ আলীর বসত বাড়ীতে হামলা করে। বাড়ীতে দানেজ আলীর স্ত্রী, ভাই বউ ও ভাতিজা বিজয় (১২) উপস্থিত ছিলেন। কিছু বলার আগেই জুলহাস দলবল নিয়ে তাদের উপর হামলা করে।
এসময় তাদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসলে রাব্বি শেখ, বাবুল মিয়া ও জুলহাস উদ্দিন তার বাহিনী দানেজ আলীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় এলাকাবাসী ঘটনাস্থল থেকে উদ্বার করে নাগরপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান বলেন, দানেজ আলীর মাথার কিছু অংশিক কেটেছে আমরা তার চিকিৎসা দিচ্ছি সে এখন বিপদ মুক্ত ।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, পাকুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে মারামারি ঘটনার একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF