দুজনেই সিনেমায় কাজ করছেন অনেকদিন হয়। দুজনের মধ্যে সম্পর্কটাও বেশ ভালো। বন্ধুত্বপূর্ণ। তবে কখনো একসঙ্গে সিনেমায় কাজ করা হয়নি। দুজনজকে প্রথমবার দেখা গিয়েছিল একটি র্যাম্প শোতে। সেখানে স্বামী-স্ত্রীর সাজে হাজির হয়েছিলেন তারা।
বলছি চিত্রনায়ক নিরব হোসাইন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির কথা। সম্প্রতি একটি বিজ্ঞাপনে কাজ করতে জুটি হয়েছেন তারা।রাজধানীর যমুনা ফিউচার পার্কে শুটিং হয়েছে বিজ্ঞাপনটির। জানা গেছে, এটি একটি ফ্যাশন হাউজের বিজ্ঞাপন।
নিরব বলেন, ‘খুব সুন্দর কাজ। এতে অভিনয় করে খুবই ভালো লেগেছে। তাছাড়া বিজ্ঞাপনে মাহির সঙ্গে প্রথমবার কাজ করা হলো। সব মিলিয়ে কাজটি ভালো হয়েছে।’
মাহি বললেন, ‘আমি ইদানীং গড়পড়তা কোনো কাজে নিজেকে জড়াচ্ছি না। এই বিজ্ঞাপনটিতে কাজ করে ভালো লেগেছে। নিরব ভাইয়ের সঙ্গে কাজ করা হলো। আশা করছি বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।’
এদিকে, নিরব সিনেমার অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও একটি কুকিং শো নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন তিনি। অন্যদিকে, মাহি অভিনয়টা কমিয়ে দিয়েছ্নে। চালু করেছেন তার নতুন রেস্তোরাঁ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF