শ্রীলঙ্কার ৪০ জনেরও বেশি আইনপ্রণেতা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের জোট সরকার ছেড়ে বেরিয়ে গেছেন। রাজাপক্ষের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা পদুজেনা পেরামুনা (এসএলপিপি) জোট সংশ্লিষ্ট দলের আইনপ্রণেতারা জানিয়েছেন, তারা এখন স্বাধীনভাবে নিজেদের প্রতিনিধিত্ব করবেন।
তবে ক্ষমতাসীন জোট ছেড়ে এত সংখ্যক আইনপ্রণেতার বেরিয়ে যাওয়ার প্রভাব কী হতে পারে, তা এখনো স্পষ্ট নয়। ওই আইনপ্রণেতারা জানিয়েছেন, তারা সরকারের সঙ্গে দূরত্ব বজায় রাখবেন।
তবে বিরোধীদের সঙ্গে যোগ দেবেন না বলেও জানিয়েছেন।
এর আগে গত রবিবার রাতে গোতাবায়া রাজাপক্ষের মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেন। প্রেসিডেন্ট এবং তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।
তারা বিরোধী দলগুলোকে সরকারে যোগ দিয়ে একটি জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। তবে বিরোধীরা সেই প্রস্তাবে সাড়া না দিয়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন।
এদিকে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সাবরি আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন। এর আগে গতকাল সোমবার তিনি দেশটির অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অর্থনৈতিক চরম সংকটের মধ্যে তাঁর শপথগ্রহণ ও পদত্যাগের ঘটনা ঘটল।
শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অর্থমন্ত্রী আলী সাবরির লেখা পদত্যাগের চিঠি দেখেছে রয়টার্স।
এনডিটিভি জানিয়েছে, চিঠিতে আলী সাবরি লিখেছেন, 'আমি এতদ্বারা অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। ' অবিলম্বে সেটি কার্যকরের অনুরোধও জানিয়েছেন তিনি।
এর আগে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী ছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ভাই বাসিল রাজাপক্ষে। তবে গত রবিবার রাতে মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগের পর সোমবার আলী সাবরিকে নিয়োগ দেন প্রেসিডেন্ট। নিয়োগ পাওয়ার এক দিন পরই তিনি পদত্যাগ করলেন।
সূত্র : এনডিটিভি, বিবিসি
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF