‘এমডি অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন দিলীপ কুমার আগরওয়ালা। বাংলাদেশে ক্রমাগত ও দ্রুত বর্ধণশীল জুয়েলারি ব্রান্ডের কর্ণধার হিসেবে এ সম্মননা পেলেন তিনি।আজ (৩ এপ্রিল) রবিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
আন্তর্জাতিক রিটেইল জুয়েলার ম্যাগাজিনের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের জুয়েলারি সেক্টরে অসামান্য অবদান ও জুয়েলারি ব্রান্ড ইমেজ তৈরির জন্য দিলীপ কুমারকে এ সম্মননা দেওয়া হয়েছে।
৩০ মার্চ দুবাইয়ের কনরাড সেন্টারে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে ইন্ডিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্দান, মালয়োশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ১৫০ টির অধিক প্রথম সারির জুয়েলারি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে একমাত্র বাংলাদেশি হিসেবে এ সম্মননা গ্রহণ করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা।
সম্মাননা অনুষ্ঠানে রিটেইল জুয়েলার ম্যাগাজিনের পাশাপশি সার্বিক সহযোগিতায় ছিলেন জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট কাউন্সিল অব ইন্ডিয়া, দুবাই জুয়েলারি গ্রুপ, পিজিআইসহ অন্যান্য প্রতিষ্ঠান।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF