প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২২, ৭:২৮ অপরাহ্ণ
মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় একজন নিহত
মৌলভীবাজারের রাজনগরে কৃষি গবেষণা ইনস্টিটিউটের একটি গাড়ির সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে।
আজ (৩ এপ্রিল) রবিবার বেলা ১১টার দিকে রাজনগরের চৌধুরীবাজার এলাকার নন্দিউরা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেনের বাড়ি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে ছিল এবং তিনি পেশায় প্রাইভেটকার চালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিলেট থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল প্রাইভেটকারটি। গাড়িটি রাজনগরের চৌধুরীবাজার এলাকার নন্দিউরা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক জাকির হোসেন নিহত হয়।রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সহযোগীতায় মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF