আজ রবিবার থেকে দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা রমজান পালন করছেন। আর এই রমজান মাসে সবার জন্য ইতিবাচক শক্তি প্রার্থনা করেছেন অভিনেত্রী সোহানা সাবা। পবিত্র মাসটিতে সবার পাপমুক্তিরও কামনা করেছেন তিনি।
সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন সাবা।
সেখানে তিনি বলেন, ‘এই রমজান মাসে সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ হোক, ইতিবাচক শক্তি আসুক আমাদের জীবনে। আমাদের জীবন থেকে আল্লাহ্ পাপমুক্ত করুক। আল্লাহ্ আমাদের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক। সবাইকে রমজানের শুভেচ্ছা। ’ ভিডিওর ক্যাপশনে সাবা লেখেন, ‘নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার সময় রমজান মাস। ’
বাংলাদেশের সিনেমা ও টেলিভিশন নাটকের সুপরিচিত অভিনেত্রী সোহানা সাবা। দীর্ঘদিন নাচের সঙ্গে যুক্ত তিনি, র্যাম্প মডেল হিসেবেও কাজ করেছেন এই তারকা।
সারাহ বেগম কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মধ্য দিয়ে ২০০৫ সালে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ও ‘প্রিয়তমেষু’, মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’ ও ‘বৃহন্নলা’সহ টলিউডের ‘ষড়রিপু’ সিনেমায় দেখা গেছে তাকে। সবগুলো সিনেমাতেই অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF