প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৬:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২২, ১২:১৮ পূর্বাহ্ণ
নাগরপুরে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে টাংগাইলের নাগরপুরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে।গতকাল (২ এপ্রিল) শনিবার দুপুরে নাগরপুর সদর বাজারে যৌথভাবে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান ও সহকারীর কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন।এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া কতিপয় ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
এ বিষয়ে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সদর বাজার মনিটরিং করা হয়েছে। এখন থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। যেসব ব্যবসায়ী অসাধু উপায়ে অতিরিক্ত মূল্যে পন্যদ্রব্য বিক্রি করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্যরা।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF