প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ১২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১, ২০২২, ১০:২৩ অপরাহ্ণ
মরহুম মামুনুর রশীদ টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত

মরহুম মামুনুর রশীদ টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।আজ (১ এপ্রিল) শুক্রবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার জঙ্গলবাড়ী চা বাগান টাইগার স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে আয়োজিত মরহুম মামুনুর রশীদ স্মৃতিচারণে টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়।
জঙ্গলবাড়ী চা বাগান মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ডক্টরস স্পোর্টিং ক্লাব ৫২ রানে আমরাইল সিক্সার্স-কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রথমে ব্যাটিং করে ডক্টরস স্পোর্টিং ক্লাব নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাটিং করতে নেমে আমরাইল সিক্সার্স নির্ধারিত ১৪ ওভারে সংগ্রহ করে ১৩৭ রান।
ব্যক্তিগত ৫৩ রান ও ১ উইকেট নিয়ে ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ডক্টরস স্পোর্টিং ক্লাবের এএ সান । টুর্নামেন্টের সর্বোচ্চ রান করে একই দলের টিপন হন ম্যান অব দ্যা সিরিজ।মনোমুগ্ধকর ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জঙ্গলবাড়ী চা বাগান এর ব্যবস্থাপক মাহবুব আলম মিজবাহ।
গণমাধ্যমকর্মী মোঃ শাহিন আহমেদ এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, বাংলাদেশ ছাত্রলীগ শ্রীমঙ্গল পৌর শাখার সাধারণ সম্পাদক মো. আবেদ হোসেন, আওয়ামী মৎস্যজীবী লীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান আশিক ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি আহমেদ এহসান সুমন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.