মহিলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঘরে ঘরে ঢুকে নারীদের আওয়ামী লীগের পতাকাতলে সমবেত করার আহ্বান জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাই নারীদের আওয়ামী লীগে আনতে পারলে আওয়ামী লীগের জয় সুনিশ্চিত।
আজ শুক্রবার দুপুরে নাটোরের সিংড়া গেল-ই-আফরেজ সরকারি কলেজ মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, সোনার বাংলার ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
একাত্তরে পাক হানাদার বাহিনী নারীদের নির্যাতন করেছে আর বঙ্গবন্ধু ও বঙ্গমাতা নির্যাতিত মহিলাদের দেখভাল করেছেন। নারীদের অধিকার সমুন্নত করেছেন শেখ হাসিনা। চাকরিতে নারীদের কোটা বৃদ্ধি করেছে সরকার।
বিএনপি-জামায়াতের দুঃশাসনের শিকার হয়েছে নারীরা। সরকার নারীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মা। মা আমাদের সম্পদ। প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিগত নির্বাচনে মহিলারা নৌকার পক্ষে সক্রিয় ভূমিকা রেখেছেন। আগামীতেও নৌকা প্রতীককে বিজয়ী করতে নারীদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সিংড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামিমা হক রোগীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন, জেলা মহিলা লীগের সভাপতি রত্না আহমেদসহ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেত্রীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF