হঠাৎ অবসর। হার্টের সমস্যায় গত ডিসেম্বরে ৩৩ বছর বয়সেই ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে দেন সার্জিও আগুয়েরো। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের এমন ঘোষণা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন ভক্তরা। কিন্তু শরীর খারাপ হলে কী আর করার আছে!
গত গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আগুয়েরো। কিন্তু সেখানে বেশিদিন থাকতে পারেননি। হৃদযন্ত্রের জটিলতায় চিকিৎসক তাকে খেলা ছাড়ার পরামর্শ দেন। কাঁদতে কাঁদতে ফুটবলকে বিদায় বলেন এই তারকা।
তবে ফুটবলের প্রতি ভালোবাসা আবারও মাঠের দিকে টানছে আগুয়েরোকে। টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিলেন অবসর ভেঙে ফেরার।
আগুয়েরো বলেন, ‘গত মঙ্গলবার হঠাৎ করেই আমার মনে হলো, আমি আবারও ফুটবল খেলতে পারি। চিকিৎসকরা আমাকে পাঁচ বা ছয় মাস মাঠের বাইরে থাকার কথা বলেছিলেন। কিন্তু আমি এখনই আবার অনুশীলন করতে চাই।’
তবে শরীরের এই সমস্যা নিয়ে আন্তর্জাতিক কিংবা প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরা সম্ভব নয়, ভালো করেই জানেন আগুয়েরো। তিনি ফুটবলটা খেলতে চান বিনোদনের জন্য।
আগুয়েরো বলেন, ‘আমি বিনোদনের জন্য খেলতে চাই (অপেশাদার ম্যাচ)। আমাকে মায়ামিতে একটি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি সেখানে যাইনি। ডাক্তারকে একটি মেসেজ দিয়ে দেখি (তিনি কী বলেন)!’
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF