মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া পানপুঞ্জি এলাকা খাল থেকে সিরাজ মিয়া(৩৬) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল (৩০ মার্চ) বুধবার রাত সাড়ে ৮টার সময় লাশটি উদ্ধার করা হয়। নিহত সিরাজ কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্রিউলি গ্রামের ফিরোজ আলীর ছেলে।
স্থানীয় লোকজন জানান, নিহত সিরাজ বিভিন্ন পানপুঞ্জি থেকে কলা সংগ্রহ করে বিভিন্ন হাট-বাজারে বিক্রী করতেন। ইছাছড়া পানপুঞ্জির মিশনের কাছে আন্ডরখালে রাত ৭টায় লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করলে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে যায়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, লাশের শরীরে কোনও আঘাতের চিহৃ পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজারের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF