মৌলভীবাজারে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ উদ্বোধন হয়েছ | স্মার্টফোনে আসক্তি : পড়াশোনার ক্ষতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জেলা প্রশাসন মৌলভীবাজারের আয়োজনে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে, ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২২ এর শুভ উদ্ধোধন করা হয়েছে।
গতকাল (২৮ মার্চ ) সোমবার সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২২ এর উদ্ধোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তাগণ। অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২২ এ অংশ নেওয়া ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF