মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘কাং’ খেলার টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মণিপুরী কাং ফেডারেশনের আয়োজনে উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামে কাংশং স্থানে ফেব্রæয়ারির শেষের দিকে এ টুর্নামেন্ট শুরু হয়।গতকাল (২৮ মার্চ) সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় ছেলেদের কাংলাশা কাংখুৎ বাংলাদেশ দল ও বিকেলে অনুষ্ঠিত মেয়েদের ভানুমতি কাংখুত ভানুবিল দল বিজয়ী হয়। ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ, মনিপুরী কালচারাল কমপ্লেক্সের আহবায়ক জয়ন্ত সিংহ, প্রেসক্লাব সম্পাদক মোস্তাফিজুর রহমান,কমলকুড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, সাংবাদিক শাব্বীর এলাহী প্রমুখ। উপস্থিত ছিলেন সাংবাদিক রুহুল ইসলাম, সাদিকুর রহমান ও আরকে সুমেন। আয়োজকেরা জানান, ১৯৯৭ সাল থেকে কমলগঞ্জ উপজেলায় ‘কাং’ খেলা অনুষ্ঠিত হচ্ছে। সেই প্রাচীনকাল থেকেই মণিপুরী সমাজে কাং খেলার প্রচলন ছিল। বিভিন্ন ঐতিহাসিক তথ্যানুযায়ী দ্বাদ
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF