মৌলভীবাজারে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ -২০২২ এর লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ (২৯ মার্চ) মঙ্গলবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। সকাল ১০ টায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নেতৃত্বে পুলিশ লাইন্সের ড্রিল শেডে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
তিনদিনের শারীরিক সক্ষমতা যাচাইবাছাইয়ে উত্তীর্ণ ৩৭৫ জন (১ জন অনুপস্থিত) প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আগামী (৯ এপ্রিল) ২০২২ সকাল ১০ টায় মনন্তাত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।উল্লেখ্য এবার মৌলভীবাজারে ৪৫ জন্য পুরুষ ও ৮ জন নারীসহ মোট ৫৩ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF