মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খানসহ ৩ জনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
রবিবার নির্বাচনী সহিংসতার একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অন্যরা হলেন চেয়ারম্যান টিপু খানের ভাই দীপু খান ও আলাউর মিয়া।
সংশ্লিষ্টসূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওইদিন সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী আকমল হোসেনের বাড়িতে হামলার অভিযোগ ওঠে।
এই ঘটনায় আকমল হোসেন বাদী হয়ে গত ১৩ জানুয়ারি টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, তার ভাই দিপু খান, অপু খান, শাহেদ খানসহ ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০-১৫ জনের বিরুদ্ধে রাজনগর থানায় মামলা (নং ১১/২০২২) দায়ের করেন।
উক্ত মামলায় চেয়ারম্যান টিপু খান ও তার সঙ্গীয় অভিযুক্তরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF