ফিটনেস না থাকায় সাকিব আল হাসান ঢাকাতেই থেকে গিয়েছিলেন। ধারনা করা হচ্ছিল, ঢাকা টেস্টের আগে শতভাগ ফিট হয়ে উঠবেন। নিজেকে প্রস্তুত করতে ইতোমধ্যে কাজও শুরু করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। গত শুক্রবার নিজের একাডেমিতে অনুশীলন শুরু করেছেন। তার শৈশবের গুরু কোচ সালাউদ্দিনের তত্ত্বাবধানে চলছে এই অনুশীলন। আশার কথা হলো, কোনও প্রকার অস্বস্তি ছাড়াই সাকিব নেটে ব্যাটিং করেছেন। পাকিস্তানের বিপক্ষে আগামী ৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে আরও কয়েকটি দিন সময় পাবেন তিনি। তবে ঢাকা টেস্টে খেলতে এখনই ছাড়পত্র পাচ্ছেন না। তাকে আবার ফিটনেস টেস্ট দিয়ে খেলার অনুমতি পেতে হবে। বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘দ্বিতীয় টেস্টে সে খেলবে কিনা, এই মুহূর্তে সেটা বলা যাচ্ছে না। তবে খেলার জন্য সে নিজেকে প্রস্তুত করছে। সাকিব যদি ভালো অনুভব করে, তাহলে সে তার অনুশীলনের পরিমাণ বাড়াবে।’
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF