রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। গতকাল রবিবার কথোপকথনের সময় পুতিনকে ইউক্রেনে যুদ্ধবিরতি এবং বেসামরিক নাগরিকদের উন্নত মানবিক পরিস্থিতির জন্য আহ্বান জানিয়েছেন।
এরদোয়ানের কার্যাললের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির গুরুত্ব, শান্তি বাস্তবায়ন এবং ওই অঞ্চলে মানবিক অবস্থার উন্নতির গুরুত্ব উল্লেখ করেছেন এরদোয়ান।
তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় রবিবার টুইট করেছে, প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন- তুরস্ক এই প্রক্রিয়ার (যুদ্ধবিরতি) ব্যাপারে সব ধরনের সমর্থন অব্যাহত রাখবে।
ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পরবর্তী দফা শান্তি আলোচনার বিষয়ে পুতিন এবং এরদোয়ান একমত হয়েছেন বলেও জানানো হয়েছে।
সূত্র: বিবিসি।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF