আফগানিস্তানে পুরুষ সঙ্গী ছাড়া নারীরা অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন না। দেশটির নারীদের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান সরকার।
আফগান সরকারের বরাতে রোববার (২৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
তালেবার সরকারের এমন ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছেন দেশটির নারীরা। আন্তর্জাতিক দাতা সংস্থা এবং একাধিক দেশের সরকার এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।
এমন সময় তালেবানের পক্ষ থেকে এই ঘোষণা এলো যখন দেশটিতে মেয়েদের উচ্চ বিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মেয়েদের স্কুল ইউনিফর্মের বিষয়ে সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিদ্যালয়গুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আফগান সরকারের এসব সিদ্ধান্তের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র শুক্রবার তালেবান কর্মকর্তাদের সাথে অর্থনৈতিক ইস্যুতে পূর্বপরিকল্পিত বৈঠক বাতিল করেছে।
নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানিয়েছেন, দেশটির প্রোপাগেশন অফ ভার্টিউ অ্যান্ড দ্য প্রিভেনশন অফ ভাইস মন্ত্রনালয় শনিবার এয়ারলাইন্সগুলোকে নতুন বিধিনিষেধের কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, যেসব নারী ইতোমধ্যে টিকেট বুক করেছেন তাদের রোববার ও সোমবার ভ্রমণের অনুমতি দেওয়া হবে। তবে শনিবার কাবুলের বিমানবন্দরে টিকিট নিয়ে যাওয়া কয়েকজন মহিলাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিডিপ্রতিদিন/ঈএম
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF