আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয় বাজার তদারকি ও অভিযান চালিয়েছে। মৌলভীবাজারের জুড়ী উপজেলায় চলা অভিযানে ভোক্তা আইন অমান্যের অপরাধে ৫টি প্রতিষ্টানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (২৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার এর সহকারী পরিচালক মো: আল-আমিন। র্যাব-৯ এর একটি টিমের সহায়তায় জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার, কলেজ রোড, পোষ্ট অফিস রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, চাউলের আড়তে, রড সিমেন্ট ও খেজুরের পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান,তদারকি অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকান এবং খেজুরের পাইকারি আড়তে পাকা ভাউচার সংগ্রহ এবং প্রদানে অনিহা পরিলক্ষিত হওয়া, মূল্য তালিকা না রাখা, অতিরিক্ত দামে খেজুর বিক্রয় করা, রড সিমেন্টের প্রতিষ্ঠানে পাকা ভাউচার সংগ্রহ না করা, অতিরিক্ত দামে পণ্যে গুলো বিক্রয় করা, চাউলের আড়তে সঠিক নিয়মে পাকা ভাউচার সংগ্রহ না করা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভবানীগঞ্জ বাজারে অবস্থিত লতিফ এন্ড সন্সকে ২০ হাজার টাকা, মেসার্স আলহাজ্ব এম এ নূর ষ্টোরকে ৫ হাজার টাকা, কলেজ রোডে অবস্থিত সুমি মসলা ষ্টোরকে ১ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত মামুন খাদ্য ভান্ডারকে ৮ হাজার টাকা, মেসার্স সজল খাদ্য ভান্ডারকে ৬ হাজার টাকাসহ ৫টি প্রতিষ্টানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF