বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে বিশেষায়িত চলচ্চিত্র। এর নাম ‘লকডাউন লাভ স্টোরি’। শাহ আলম মণ্ডল পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। এখানে তার বিপরীতে আছেন সংবাদপাঠিকা ও গবেষক রেহনুমা মোস্তফা।
এই চলচ্চিত্রের মাধ্যমেই রেহনুমা মোস্তফার চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। কিন্তু মুক্তির আগের দিন জ্বরে কাহিল হয়ে বিছানায় পড়ে আছেন অভিনেত্রী। কালের কণ্ঠের পক্ষ থেকে যোগাযোগ করা হলে রেহনুমা বলেন, ‘আগামীকাল আমার ‘লকডাউন লাভ স্টোরি’ মুক্তি পেতে যাচ্ছে। বিষয়টি ভীষণ আনন্দের। কিন্তু আমি গত পরশু করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নেওয়ার পর থেকে জ্বরে কাহিল হয়ে বিছানায় পড়ে আছি। শরীরে অসহ্য ব্যথা, মাথা সোজা করতে পারছি না। একটু যে শান্তি পাবো সেটাও পাচ্ছি না। ’’
তবে আগামীকাল নিজের প্রথম ছবির প্রমোশনে বের হবেন বলে জানালেন। রেহনুমা বললেন, ‘যদিও শরীরে প্রচণ্ড জ্বর তারপরেও চেষ্টা করবো কাল সিনেমার প্রমোশনে অংশ নিতে। দেখি, আত্মবিশ্বাস আছে। খুব বেশি শরীর খারাপ হলে তো পারবো না। তবে পারবো ইনশাল্লাহ। ’
শাহ আলম মণ্ডল পরিচালিত সিনেমাটিতে ২৫ মার্চ প্রেক্ষাগৃহে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। করোনা মহামারির ওপর ছবিটি তৈরি হয়েছে। পরিচালকের দাবি, বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে বিশেষায়িত এই চলচ্চিত্র।
শাহ আলম মণ্ডল বলেন, ‘‘লকডাউন লাভ স্টোরি’ করোনার মহামারি নিয়ে ছবি। এমন কাজ আগে হয়নি। আগামী শুক্রবার (২৫ মার্চ) সারা দেশে সিনেমা হলগুলোতে মুক্তি দেওয়া হবে। এই ঘরবন্দি সময়ে ভালোবাসাবাসিটা কেমন ছিল সেই গল্পও উঠে আসবে। এতে নতুন মুখ হিসেবে থাকছেন রেহনুমা। ছবিটি প্রিমিয়ার শো দেখে সবাই প্রশংসা করছেন। আমি আশাবাদী, এটি দর্শকের মন ভরাবে। ’’
রেহনুমা মোস্তফা চলচ্চিত্রে আসার পূর্বে টেলিভিশন নাটোকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। এবার চলচ্চিত্রেও নিয়মিত হবেন বলে জানালেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.