কুমিল্লায় শবে বরাতের রাতে মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে ছুরিকাঘাতে মাসুক মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মাসুকের বড় ভাই জালাল।
গতকাল (২০ মার্চ) রবিবার রাত ৭টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মাসুক মিয়া ওই গ্রামের ফরিদ মিয়ার ছেলে। রাত ১০টার দিকে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার শবে বরাতের রাতে স্থানীয় মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে মাসুকের সাথে প্রতিবেশী নাসিরের ঝগড়া হয়। এ নিয়ে গতকাল (২০ মার্চ) রবিবার রাত ৭টার দিকে উভয়ের মধ্যে ফের কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে নাসির ও তার সহযোগী মামুনসহ আরো ৫-৬ জন যুবক মাসুককে মারধর ও ছুরিকাঘাত করে। ছোট ভাই মাসুককে রক্ষা করতে এসে বড় ভাই জালালও আহত হন।
পরে মাসুককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকার উত্তেজিত লোকজন নাসির ও তার সহযোগীদের গণপিটুনি দিয়ে একই হাসপাতালে ভর্তি করে।
কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF