কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে কুমিল্লার কোতোয়ালি মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি রামদা উদ্ধার করা হয়েছে।
গতকাল (১৯ মার্চ) শনিবার রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার চকবাজার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কায়সার হামিদ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-স্থানীয় গর্জনখোলা এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে মো. শরীফুল ইসলাম (৪৩) ও মৃত শাহজাহান আহমেদের ছেলে আবু হানিফ অপু (৩৬)। দুজনকে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গত ১৩ মার্চ দুপুরে কুমিল্লা নগরীর চকবাজার গর্জনখোলা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজ্জাক গ্রুপ ও রবিন গ্রুপের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তারা প্রকাশ্যে দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে মহড়া করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কোতোয়ালি মডেল থানার চকবাজার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কায়সার হামিদ জানান, তাদের গত রাতে গ্রেফতার করেছে পুলিশ। শনাক্তের জন্য দেরি হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অস্ত্র আইনে মামলায় তাদের কারাগারে পাঠানো হবে। এদিকে, গত ১৭ মার্চ রাতে ও ১৮ মার্চ অভিযানে এ ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF