লক্ষ্মীপুরে পিতৃ ও মাতৃহীন ৩৭ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুলপোশাক দেওয়া হয়েছে। আজ (১৯ মার্চ) শনিবার দুপুরে লক্ষ্মীপুর পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পোষাক বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার হার বৃদ্ধিতে কাজ করছেন। সারাদেশে বিনামূল্যে বই ও উপবৃত্তি দিয়ে গরীব-অসহায় শিক্ষার্থীদেরকে পড়ালেখার সুযোগ করে দিয়েছেন। আজকের শিক্ষার্থীরা আগামিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত হয়ে দেশের উন্নয়নে কাজ করবে। শিক্ষার হার বাড়লে রাষ্ট্রে উন্নয়ন হবে। এজন্য সরকার শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.