চট্টগ্রাম নগরীর হালিশর থানার আলোচিত জামাল হত্যা মামলার মূল অভিযুক্ত আসামী মো. আব্দুল মাবুদ প্রকাশ দুলাল(৩৭) কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।গতকাল (১৫ মার্চ) মঙ্গলবার বিকেলে তাকে নগরীর ডবলমুড়িং থানা এলাকার পান্নাপাড়া হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি বিডিপ্রতিদিন খবরকে নিশ্চিত করেন চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ পশ্চিম বিভাগের পরিদর্শক প্রিটন সরকার ।গ্রেফতারকৃত আব্দুল মাবুদ হালিশহর থানার রঙ্গিপাড়া এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে।
প্রিটন সরকার বলেন, দীর্ঘ ২ বছর যাবত দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলো আলোচিত জামাল হত্যা মামলার মূল অভিযুক্ত মো. আব্দুল মাবুদ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২ টার দিকে ডবলমিুরিং থানার পান্নাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইতিপূর্বে গ্রেফতারকৃত ব্যাক্তি ডবলমুরিং মডেল থানার পুলিশ সদস্য হত্যা মামলারও অভিযুক্ত।
গতকাল (১৫ মার্চ) মঙ্গলবার চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ পশ্চিম বিভাগের পরিদর্শক প্রিটন সরকারসহ তার একটি টিম বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আবারও আলোড়ন সৃষ্টি করলেন প্রিটন সরকার :
প্রিটন সরকার, বায়েজিদ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা। বর্তমানে চট্টগ্রাম গোয়েন্দা পশ্চিম বিভাগের পরিদর্শক । দীর্ঘ ২ বছর ধরে পলাতক আসামী মো. আব্দুল মাবুদ প্রকাশ দুলাল(৩৭) কে গ্রেফতার করে আবারও সুনাম অর্জন করেছেন তিনি।
গত ১৯ নভেম্বর ২০১৯ ইংরেজী তারিখ ওসি প্রিটন সরকার যোগদান করেন নগরীর বায়েজিদ থানার অফিসার ইনচার্জ হিসেবে। তিনি যোগদানের পর পাল্টে যায় থানার চিত্র। তিনি বায়েজিদ বোস্তামী থানার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দিন-রাত পরিশ্রম করে গেছেন। এবং মাদক-সন্ত্রাস ও ভূমি দস্যুদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। তার এ ক্লান্ত পরিশ্রমে শান্তিতে বসবাস করত বায়েজিদের এলাকাবাসীরা।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF