বাংলাদেশে চীনের মিসাইল মেরামত কারখানা তৈরির খবর সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন।তিনি বলেন, ‘খবরটি সঠিক নয়, এমন কোনো পরিকল্পনাও সরকারের নেই। জাপানি সংবাদ মাধ্যম নিক্কিতে প্রকাশিত খবরের ব্যাখ্যা চেয়ে প্রতিবাদ পাঠানো হবে।’গতকাল (১৪ মার্চ) সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এর আগে, গত (১৩ মার্চ) রবিবার জাপানি সংবাদ মাধ্যম নিক্কিতে প্রকাশিত খবর 'বাংলাদেশে মিসাইল তৈরির কারখানা করেছে চীন' - এ বিষয়ে জানতে চাইলে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, এরকম খবর খতিয়ে দেখার জন্য বেইজিংয়ে বার্তা পাঠাবো। চীন কখনো অন্য কোনো দেশের ভেতরে সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ স্থাপনা তৈরি করে না। তবে কোনো দেশে সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণে সহায়তা চাইলে, চীন সহায়তা দিয়ে থাকে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF