অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা: দ্য রাইজ। এ সিনেমায় প্রথমবারের মতো একটি আইটেম গানে নেচেছেন তিনি। সিনেমাটি মোট পাঁচটি ভাষায় মুক্তি পায়। মুক্তির পরপরই বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। সম্প্রতি পুষ্পা: দ্য রাইজ সিনেমার আইটেম গান নিয়ে কথা বলেন অভিনেত্রী।
সামান্থা রুথ প্রভু বলেন, ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গান ‘ও আন্তাভা’ গানের জন্য যে ধরনের সাড়া পেয়েছি তাতে অভিভূত। মানুষ আমাকে এতো ভালোবাসা দেবে এই আইটেম গানের জন্য তা কখন চিন্তা করিনি।
‘রঙ্গস্থলাম’র সিনেমার অভিনেত্রী আরও বলেন, ‘শুধু তেলেগু দর্শকরা নয়, সারাদেশের মানুষ আমার করা অন্যান্য সিনেমা ভুলে গেছে এই আইটেম গানে। এখন আমাকে ‘ও আন্তাভা’ গানের জন্য মানুষ চিনতে পারছেন। আমি আশা করিনি ‘ও আন্তাভা’ এত হিট প্যান ইন্ডিয়ান হবে।’
সামান্থা রুথ প্রভুর প্রথম আইটেম গান ‘ও আন্তাভা’ একাধিক রেকর্ড ভেঙেছে, অনেকগুলো রেকর্ড তৈরিও করেছে। দেবী শ্রী প্রসাদের সঙ্গীত রচনায় তার উপস্থিতি আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্না অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.