বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ কিশোরী ফুটবলের আঞ্চলিক পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার। দেশের ৭ ভেন্যুতে মেয়েদের এই টুর্নামেন্টে অংশ নেবে ৪০টি দল।
টুর্নামেন্টের প্রাথমিক পর্বের খেলাগুলো হবে মাদারীপুর, কুষ্টিয়া, দিনাজপুর, রাজশাহী, শেরপুর, কক্সবাজার ও সাতক্ষীরায়। ৭ ভেন্যুর চ্যাম্পিয়নের সঙ্গে সেরা রানার্সআপ দল নিয়ে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। ঢাকায় মাঠ সমস্যার কারণে চূড়ান্ত পর্ব হবে রাজশাহীতে।
টুর্নামেন্ট উপলক্ষে আজ (১৪ মার্চ) সোমবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ নারী ফুটবল কমিটির অন্য কর্মকর্তাগণ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF