ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের ১২তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে। গতকাল (১১ মার্চ) শুক্রবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর উদ্বোধন করেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী।
উদ্বোধনী বক্তব্যে ভারতীয় হাইকমিশনার ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি ও শক্তিশালী করতে এবং মানুষে-মানুষে সংযোগ স্থাপনের জন্য সাংস্কৃতিক কেন্দ্রের গুরুত্ব তুলে ধরেন।
এদিন আইজিসিসির শিক্ষার্থী ও প্রশিক্ষকদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে আইজিসিসির শিক্ষার্থীরা গত মাসে প্রয়াত হওয়া সঙ্গীত জগতের তিন মহান ব্যক্তিত্ব- ভারতরত্ন স্বর্গীয়া লতা মঙ্গেশকর, স্বর্গীয়া গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং স্বর্গীয় গায়ক-সুরকার বাপ্পি লাহিড়ীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ২০১০ সালের ১১ মার্চ ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদের তৎকালীন সভাপতি ড. করণ সিং এবং বাংলাদেশের তৎকালীন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ ঢাকার ধানমন্ডিতে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কেন্দ্রটি ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত, নৃত্য, হিন্দি ভাষা ও যোগব্যায়াম বিষয়ে ভারতীয় গুরু ও প্রশিক্ষকদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, কর্মশালা এবং প্রশিক্ষণের আয়োজন করে থাকে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF