খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রাজু শেখ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল (৭ মার্চ) সোমবার রাতে নগরীর রায়েরমহল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু শেখ ওই এলাকার তোরাপ শেখের ছেলে। তিনি সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন হত্যা মামলার আসামি।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতায় প্রতিশোধ নিতে প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। একাধিক মামলার আসামি রাজু কিছুদিন আগে জামিনে জেল থেকে বেরিয়েছেন।
গতকাল (৭ মার্চ) সোমবার সন্ধ্যায় হামিদ নগর এলাকায় কয়েকজনের সাথে আড্ডা দেয়ার সময় মোটরসাইকেলযোগে দুই জন এসে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF