নওগাঁর মহাদেবপুর উপজেলার খাঁপুর পীরগঞ্জ বাজারে অবস্থিত নাদিম টেলিকম অ্যান্ড ভ্যারাইটিজ স্টোরে সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ এক কিশোর চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গত (১৫ জানুয়ারি) খাঁপুর পীরগঞ্জ বাজারের ব্যবসায়ী মো. সাফিউল করিম প্রতিদিনের মতো রাত আনুমানিক ৮টায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে বাড়িতে যান। পরদিন (১৬ জানুয়ারি) সকাল প্রায় ৭টায় পার্শ্ববর্তী ব্যবসায়ীদের ফোনের মাধ্যমে তিনি জানতে পারেন, তার দোকানের তালা ভেঙে ভেতরে থাকা মালামাল চুরি করা হয়েছে।
এ ঘটনায় ব্যবসায়ী মো. সাফিউল করিম একই দিন মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মহাদেবপুর থানায় একটি মামলা রুজু করা হয়। চুরির ঘটনার পরপরই মামলার বাদী প্রাপ্ত তথ্য পুলিশ সুপার মোবাইল ফোনে অবহিত করেন। মামলা দায়েরের সঙ্গে সঙ্গে পুলিশ সুপার সাফিউল সারোয়ার এর নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের একটি টিম সক্রিয়ভাবে তদন্তে নামে। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, স্থানীয় জনগণের সঙ্গে জিজ্ঞাসাবাদ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার গভীর বিশ্লেষণ চলতে থাকে।
তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শীতের টুপি ও পোশাক পরিহিত এক সন্দেহভাজন চোরের ছবি সংগ্রহ করা সম্ভব হয়। পরবর্তীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় শনাক্ত করা হয়। এতে এনায়েতপুরের কালুশহর এলাকার বাসিন্দা রাব্বি হোসেন (১৩)-এর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।
পুলিশ রাব্বি হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে চোরাই কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করে এবং তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে সে পার্শ্ববর্তী এলাকার এক যুবকের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি তার অপরাধ স্বীকার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত কিশোরটি স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং অত্যন্ত কৌশলী ও চতুর প্রকৃতির। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.