প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৫:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
নেত্রকোণায় গণভোট সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কিত মতবিনিময় সভা ১৯ জানুয়ারি নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণা জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, লেঃ কর্ণেল আব্দুল মালেক, লেঃ কর্ণেল নাজমুল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, নেত্রকোণা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ডঃ রফিকুল ইসলাম হিলালী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম সহ বিভিন্ন আসনের সংসদ সদস্য পদপ্রার্থীগণ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণভোটের পক্ষে প্রচারণা চালানো বাংলাদেশের প্রতিটা নাগরিকের দায়িত্ব। এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের স্থীতিশীলতা ফিরে আসবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.