প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৬, ৫:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের উন্নয়নের ছোয়ায় পাল্টে গেছে পৌরসভা দৃশ্যপট

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনা জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও নেত্রকোনা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার এই নামটি নেত্রকোনা পৌরবাসীর কাছে শুধুমাত্র একটি দায়িত্বশীল পদ নয়,বরং সততা, মানবিকতা ও বিনয়ের প্রতিচ্ছবি। নেত্রকোনা পৌরসভায় যোগদানের পর থেকেই তিনি তাঁর কর্মদক্ষতা, নিষ্ঠা ও সদাচরণের মাধ্যমে সকলের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
তিনি কখনো নিজেকে প্রকাশ করতে চাননি। অনেকের মতো ফেসবুকে পোস্ট দিয়ে নিজের কর্মকাণ্ড তুলে ধরার চেয়ে তিনি বিশ্বাস করেন নিঃশব্দে কাজ করার মধ্যে। দায়িত্ব পালনেই তার কাছে মুখ্য বিষয়।
শুধু ব্যক্তিগতভাবে নয় দলমত নির্বিশেষে, যাঁরা তাকে চেনেন কিংবা তাঁর কর্মজীবনের সান্নিধ্যে এসেছেন,সবাই একবাক্যে স্বীকার করেন: তিনি একজন সৎ, নিষ্ঠাবান, ভদ্র ও মানবিক গুণসম্পন্ন কর্মকর্তা।তাঁর নির্লোভ, নীতিবান ও বিনয়ী জীবনের জন্য নেত্রকোনা পৌরসভার সর্বস্তরের মানুষের হৃদয়ে তিনি স্থায়ী জায়গা করে নিয়েছেন।
এই মহান মানুষটির কর্মগুণে মুগ্ধ হয়ে নেত্রকোনা পৌরবাসী তাঁকে আজীবন স্মরণ রাখবে একজন প্রকৃত ‘ভালো মানুষ’ হিসেবে। উনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন সবাই। তাঁর চারিত্রিক গুণাবলির ছোঁয়ায় সমৃদ্ধ হয়েছেন নেত্রকোনা পৌরবাসী। বিশেষ সূত্রে জানা যায়, তিনি পৌরসভার কোনো অভিযোগ পেলে তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নেন।তাছাড়া গণমাধ্যম ফেসবুক মুঠোফোনের মাধ্যমে পাওয়া বিভিন্ন অভিযোগ দ্রুত সমাধান ও তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সব শ্রেণি পেশার মানুষের কাছে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তিনি নিয়মিত জনস্বার্থে কাজ করে যাচ্ছেন।
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।ইতিমধ্যে তিনি তার সততা ,কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।আরও জানা যায়, নেত্রকোনা পৌরসভায় যেকোনো সেবা পেতে এখন আর কারো দালালের শরণাপন্ন হতে হয় না।
সাধারণ মানুষ, শিক্ষার্থী, কবি-সাহিত্যিক, সমাজসেবক, সাংবাদিকসহ নানা পেশার ব্যক্তিরা সরাসরি পৌর প্রশাসককের কাছে গিয়ে তাদের প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারছেন। নেত্রকোনা পৌরসভার বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের কাজে সচ্ছলতা ফিরিয়ে আনতে প্রতিটি প্রকল্পের রাস্তা পরিদর্শন করে সচ্ছতা ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।পৌরসভায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, হতদরিদ্রদের আর্থিক সহায়তা, এবং সকল কাজ সুন্দর ভাবে করতে নিশ্চিত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
অপরদিকে ৫ আগষ্ট পরবর্তী পরিস্থিতিতে পৌরসভায় বিভিন্ন কাজে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। যার প্রভাব পরে পৌরসভার বিভিন্ন কাজে। এ অবস্থায় পৌরসভার স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে পৌরসভার পরিবেশ ফিরিয়ে আনতে নানাবিদ পদক্ষেপ গ্রহন করেন তিনি।নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদার বলেন,যেখানেই চাকুরী করেছি শতভাগ স্বচ্ছতার সাথে নাগরিকদের সরকারী সেবা দেওয়ার চেষ্টা করেছি।
সরকারি স্বার্থ রক্ষার পাশাপাশি জনগণের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। শত বাধা বিপত্তি পেরিয়ে সকলের সহযোগিতা নিয়ে একটি সুন্দর নেত্রকোনা পৌরসভা উপহার দিতে চাই। তিনি আরও বলেন, আমি হয়তো একদিন এই পৌরসভায় থাকবো না, থেকে যাবে আমার কর্ম।
তাই কর্মের মাধ্যমে এই পৌরবাসীর মনে স্থান পেতে চাই যতদিন এই পৌরসভায় দায়িত্বে আছি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাবো। সর্বোপরি দায়িত্ব পালনে পৌরসভার সকল কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.