২০১৮ সালের নির্বাচনে কারচুপির মাধ্যমে নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এমন অভিযোগ করে যুক্তরাষ্ট্র। এর জের ধরে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ওয়াশিংটন। দেশটির বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদোকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র।
এছাড়াও মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্র দেশটির বিরুদ্ধে বেশ কিছু কঠোর নিষেধাজ্ঞাও দেয়। এ কারণে ২০১৯ সাল থেকে দেশটির প্রধান রপ্তানি পণ্য অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড অয়েল) যুক্তরাষ্ট্রে বিক্রি বন্ধ হয়ে যায়।
তবে এবার সেই মাদুরোকে পাশে চায় যুক্তরাষ্ট্র। ইউক্রেনে সামরিক অভিযানের ঘটনায় রাশিয়াকে একঘরে করতে এবং জ্বালানির বিকল্প উৎসের জন্য ভেনেজুয়েলার সহযোগিতা প্রয়োজন যুক্তরাষ্ট্রের।
এরই প্রেক্ষিতে গত শনিবার দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সাক্ষাৎ করেছেন কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা।নিউইয়র্ক টাইমস জানায়, ইউক্রেন হামলার ঘটনায় রাশিয়াকে একঘরে করতে ভেনেজুয়েলাকে পাশে চায় যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করায় জ্বালানির বিকল্প উৎসের খোঁজে ভেনেজুয়েলা সফরে গেছেন মার্কিন কর্মকর্তারা।এর আগে গত শুক্রবার হোয়াইট হাউস জানায়, রাশিয়া থেকে কীভাবে তেল আমদানি কমানো যায়, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.