চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর সংলগ্ন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মুহাম্মদ ইয়াছিন মাঝির মালিকানাধীন সিবিএম ইটভাটা এবং পুটিবিলা গৌড়স্হান গজালিয়া দিঘির পাড় সংলগ্ন এলাকায় তাহের কোম্পানীর মালিকানাধীন জেবিএম ইটভাটা যৌথ অভিযানে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল (৬ মার্চ ) রবিবার সকালে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ এ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস। এসময় তৈরিকৃত সব কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- অধিদপ্তরের সহকারী পরিচালক আফজালুর রহমান, নুর হাসান সজিব, সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ন খাঁন, লোহাগাড়া থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বলেন, ইয়াছিন মাঝির মালিকানাধীন সিবিএম ইটভাটা এবং পুটিবিলার তাহের কোম্পানীর জেবিএম পরিবেশ ধ্বংসের জন্য অবৈধভাবে বাংলা চিমনি ব্যবহার করে ইটভাটা তৈরি ও ভাটার মালিক পক্ষের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইটভাটা। এছাড়া ভাটায় পুঁড়ানোর জন্য তৈরিকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.