উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলা ১০ নাম্বার ভীমপুর ইউনিয়ন শিকারপুর ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৩ টায় মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। আজকের খেলায় অংশ গ্রহণ করেন দক্ষিণ লক্ষ্মীপুর একাদশ এবং মৈনম একাদশ। মৈনম একাদশকে ১-০ গোলে হারিয়ে দক্ষিণ লক্ষ্মীপুর বিজয়ী হয়। এই টুর্নামেন্টিতে মহাদেবপুর, মান্দা এবং নওগাঁ সদরের মোট ১৬ টি দল অংশগ্রহণ করেন।
খেলার ধারাভাষ্যকার হিসাবে খেলার ভাষ্য দেন জুয়াইদ হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন: ভীমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান: বাবু শ্রী রাম প্রসাদ ভদ্র, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক: ড. আব্দুল কাইয়ুম, সাবেক সাধারণ সম্পাদক: এনামুল হক মিঠু, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক:আবু বক্কর সিদ্দিক সাগর, ০৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, আসাদুল ইসলাম প্রমুখ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন ও দ্বিতীয় পুরষ্কার ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন বিতরণ এবং সমাপনী বক্তব্য শেষে খেলাটি শেষ হয়।
খেলাটি আগামীতে আরও বৃহৎ পরিসরে আয়োজন হবে বলে সবাইকে অনুপ্রানিত করেন
নওগাঁ #
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.