প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৩:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান মো. দুধু মিয়া আর নেই

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ৩ নং সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. দুধু মিয়া আর নেই।
তিনি বৃহস্পতিবার (রাত ৮টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৮২ বছর।
বারবার নির্বাচিত প্রবীণ এই ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে শ্রীমঙ্গলে শোকের ছায়া নেমে আসে। উনার জানাযার নামাজ শুক্রবার বাদ-জুমা ২ টা ১৫ মিনিটে লালবাগ শাহী ঈদগাহ মাঠে অনুষ্টিত হয়। জানাযার নামাজে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো, ইসলাম উদ্দিন, বিএনপি কেন্দ্রীয় নেতা শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু, খেলাফত মজলিশ প্রার্থী নুরে আলম হামিদী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যাক্তিবর্গসহ হাজার হাজার মানুষ আংশ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.