প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৪:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে সাধারণ মানুষের মনে বিরূপ ধারণা থাকলেও নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম সে ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছেন। পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম একজন ব্যতিক্রমধর্মী পুলিশ সুপার। প্রতিনিয়ত তিনি সহকর্মী ও সাধারণ জনগণের র্আদর্শগত ভিন্নতা মানে বলে জানা গেছে, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম নেত্রকোনায় যোগদানের পর থেকেই তিনি একে একে অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করছেন।
তার সুনিপুণ দক্ষতার মাধ্যমে সুষ্ঠ তদন্তের ফলে দোষীরা খুব দ্রুতই আইনের আওতায় চলে আসছে এবং তাদের শাস্তিও হচ্ছে। তাঁর দায়িত্বরত এলাকার নেত্রকোনা জেলার সচেতন সমাজ কর্মীরা বলেন, তিনি একজন সৎ ও অন্যায়ের কাছে আপোষহীন পুলিশ সুপার, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, আমার কাছে ধনী-গরিব, রিক্সাচালকসহ সব শ্রেণিপেশার মানুষ সমান। একজন নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল হলো পুলিশ।
আর আমরা যদি তাদের আশ্রয় এবং তাদের সমস্যা নিরসন না করি তাহলে কে করবে। “পুলিশ জনতার এবং জনতা পুলিশের” আমি এই স্লোগানকে সামনে রেখে এবং সাধারণ মানুষের দোয়া ও ভালবাসা নিয়ে নেত্রকোনাকে মাদক, জঙ্গি, সন্ত্রাস মুক্ত করতে এগিয়ে যাচ্ছি। তাই আমি এই জেলার সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চাই।
তিনি আরো বলেন, আমি একটি কথা বলবো জনগণের উদ্দেশ্যে-আপনারা পুলিশকে নিজের বন্ধু ভাবুন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ জনগণের শুধু বন্ধুই নয়, সেবকও। পুলিশ সব সময়ই জনগণের বন্ধু হিসেবে জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। জনগণের আন্তরিক সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে ব্যাপক জনগোষ্ঠীর সেবা দেয়া সম্ভব নয়।
আরোও জানা যায়, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের সততা ও ন্যায়নিষ্ঠায় সমগ্র নেত্রকোনাবাসী, গর্ববোধ সততা ও ন্যায়নিষ্ঠায় মুগ্ধ, যেদিন বাংলাদেশের প্রতিটা জেলায় একজন করে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের মতো সৎ পুলিশ অফিসার থাকবেন সেদিনই বাংলাদেশ হয়ে উঠবে নিরাপদ, সুন্দর এবং শান্তিময় দেশ।
তিনি আমাদের বন্ধু তার অক্লান্ত পরিশ্রমে আজ আমাদের এলাকা মাদক, চাদাঁবাজ, দখলবাজ, মোবাইল উদ্ধার টাকাসহ,জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী অনেকটাই মুক্ত।
এদিক নেত্রকোনার সচেতন সাধারণ জনগন আরো বলেন, আমাদের পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের মতো একজন সৎ, ন্যায়নিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে বজ্রকন্ঠী আওয়াজ তোলা পুলিশ সুপার পেয়ে আমরা সত্যিই ধন্য।অন্যদিকে নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, সরকার গণমানুষের বন্ধু, সরকার আমাদের পাঠিয়েছেন মানুষের মুখেহাসি ফোটাতে,দেশের মানুষের সাথে মিলেমিশে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে।
আমরা মানুষের অতন্ত্র প্রহরী আমাদের কাজ হচ্ছে দেশকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাদাঁবাজ, ইভটিজার মুক্ত করে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনা। এ নিয়ে পরস্পরের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। “পুলিশ জনগণের বন্ধু” তিনি এই বাক্যটির উৎকৃষ্ট নিদর্শন। তিনি অন্যতম একজন আদর্শবান পুলিশ সুপার, যিনি নেত্রকোনায় তার দায়িত্ব গ্রহণের পর থেকে আধুনিকতা, প্রযুক্তি ও সততা দিয়ে অপরাধ দমন করার চেষ্টা করছেন। পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম নেত্রকোনা জেলার প্রত্যেকটি উপজেলার মানুষের চোখে একজন সৎ, আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও গরিবের বন্ধুসুলভ পুলিশ সুপার।
অধিকাংশ মানুষই তাকে গরিবের বন্ধু হিসাবে জানেন। তিনি তাঁর সততা, ন্যায়নিষ্ঠা ও তার বিচক্ষণ বুদ্ধিমত্তা দিয়ে তার দায়িত্বরত এলাকা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখল বাজদের হাত থেকে মুক্ত করছেন। তার চোখে ধনী-গরিব, রিক্সাচালক হতে সব শ্রেণি পেশার মানুষ সমান। তিনি শুধু একজন পুলিশ কর্মকর্তাই নন পাশাপাশি অনেক সামাজিক কর্মকান্ডেও তিনি অবদান রাখছেন। তিনি নেত্রকোনা জেলার সকল শ্রেণী পেশার মানুষের কাছে একজন আদর্শবান পুলিশ সুপার।