প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৪:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ওমর সানী ভূইয়া , আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) রাত ৯টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার ইছাপুরা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০ (দশ) কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. জয় মিয়া (২০)। তিনি মৃত আমিন মিয়ার ছেলে। তার মায়ের নাম জোসনা বেগম। বাড়ি কাশিনগর গ্রামে, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.