প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৪:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গত সোমবার কর্মস্থলে দায়িত্ব পালনকালে ইউএনও ফেরদৌস আরা হঠাৎ মাইগ্রেনজনিত অসুস্থতায় ভোগেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
ফেরদৌস আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য ছিলেন। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তার পৈতৃক বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি এলাকায়। তাকে দাউদকান্দিতে দাফন করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন। তার অকাল মৃত্যুতে প্রশাসনসহ এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.