মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে সাজা ও ৮টি ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে সাজা ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দেলোয়ার হোসেন (৩৬)-কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের জানাউড়া পুরানগাও গ্রাঁমের আলী হোসেন এর ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শখে জহরিুল ইসলাম মুন্না জানান, আসামীর বিরোদ্ধে ৭ টি সিআর সাজা ওয়ারেন্ট এবং ১ টি জিআর সাজা ওয়ারেন্ট রয়েছে।
সে দীর্ঘদিন নিজের লেবাস পরিবর্তন করে আত্মগোপনে ছিল। আসামী নিজেকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর চোখকে ফাঁকি দেয়ার জন্য বিভিন্ন পেশা ও চেহারার রুপ পরিবর্তন করে। অবশেষে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে আসামীকে গ্রেফতার করা হয়। আসামীকে যথাযথ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.