ওমর সানী ভূইয়া ,আখাউড়া:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানার একটি দল উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ফতেহপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৮ কেজি গাঁজাসহ দুই জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
নাজমা বেগম (৫০), স্বামী মোহাম্মদ আলী ওরফে মামুদ আলী, পিতা মৃত মুন্তাজ আলী, সাং বাটুলিয়া, থানা ধামরাই, জেলা ঢাকা।
পাপড়ী আক্তার (২২), স্বামী মো. রমজান আলী, পিতা মো. আজাদ, সাং চেউরিয়া, থানা কুমারখালী, জেলা কুষ্টিয়া।
এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.